সাতক্ষীরায় ২৪ ঘন্টার ব্যবধানে তিন বাড়িতে দুঃসাহসিক চুরি

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই এক সাংবাদিক ও এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। তিন বাড়ি থেকে চোরেরা নিয়ে গেছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল।
সর্বশেষ চুরির ঘটনাটি পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে। তিনি জানান, বুধবার রাত সাড়ে আটটার পরে যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।
এর আগে বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার পরে সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়।
আর টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে তিন বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সাথে চোর আতংক দেখা দিয়েছে শহরে বসবাসকারী সাধারণ জনগণের মাঝে।
এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

খুলনা পাইকগাছার বিধান মন্ডলের কৃষিতে সাফল্য

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, নিজস্ব প্রতিবেদক : খুলনা পাইকগাছা উপজেলার বিধান চন্দ্র মন্ডল এক বছর আগে ও পেশায় ছিলেন একজন মৎস্যজীবী। সরকারি খাল ও বদ্ধ নদী ইজারা নিয়ে করতেন মাছ চাষ। এভাবেই মাছ চাষ করে কোন রকমে চলতো সংসার চললেও ভাগ্যের তেমন কোন পরিবর্তন হয়নি। পূর্বের মতো উপজেলার দেলুটি ইউনিয়নের ২২ নং পোল্ডারের […]

সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা সেন্টার কার্যক্রম বন্ধ

Share the post

Share the postসৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে। ১ অক্টোবর (বুধবার) শহরের ইটাগাছা এলাকার সংগ্রাম প্লাজায় অবস্থিত ভাড়া করা কার্যালয়টি খালি করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে ভবন মালিককে আগেই জানানো হয়েছিল যে, নির্ধারিত দিনে সেন্টারটি সরিয়ে […]