সন্দ্বীপ যৌথবাহিনীর অভিযানে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতঃ
জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ উপজেলা প্রশাসন কতৃক নৌবাহিনী ও পুলিশ বাহিনীর অভিযান আগের থেকেও জোরদার করা হয়েছে।অদ্য ০৩-০৪-২০২০ইং বিকাল পাঁচটার নির্বাহী ভূর্মি রেজিস্টার মামুনের নেতৃত্বে সন্দ্বীপ উপজেলা ভবন থেকে শুরু করে কমপ্লেক্স, সেনেরহাট,এনাম নাহার, বক্তার হাট, চৌমুহনী বাজার ও মৌলবী বাজারে অভিযান শুরু হয়।এ সময় এসিল্যান্ড রাস্তায় মোটর সাইকেল চালানোর নিয়ম অমান্য করায় ১৮এর ৪নং ধারায় ৫০০-১০০০ টাকা জরিমান করেন ছয়জনকে এবং অনাদায় তিনদিনের জেলে ঘোষণা দেন।এসিল্যান্ড মামুন এসময় সকল জনসাধারণকে মাইকিং এর মাধ্যমে করোনা প্রতিরোধ করতে তিনি বলেন অযথা রাস্তায় বাহির হলে সাথে সাথে গ্রেপ্তার করা হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা বা উন্মমুক্ত থাকবে, গণমাধ্যম বা সাংবাদ কর্মি,জরুরি চিকিৎসা,নিত্যপ্রয়োজনীয় দোকান।এর বাহিরে কেউ যেন ঘর বাহির ও দোকান খোলা রাখলে আইনি কঠোর ব্যবস্থা নেওয়ার হুসিয়ারী দেন।করোনা ভাইরাস প্রতিরোধে সকল মানুষকে সরকারি আইন মেনে চলার পরামর্শ দেন।