সন্দ্বীপে কিশোরের বেপোরায়া মোটরবাইকের আঘাতে বৃদ্ধার মৃত্যু।
মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধারা ইউনিয়নের গুপ্তছাড়া বাজারে রবিবার দুপুর আনুমানিক ২ টার সময়। বাজারের পশ্চিম পাশের রাস্তা অতিক্রম করার সুনতি রানী মজুন্দার নামে এক বৃদ্ধাকে পশ্চিম দিক থেকে বেপরোয়া আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। এতে বৃদ্ধা মারাত্মক ভাবে আহত হয় পরে স্থানীয়রা বৃদ্ধাকে কে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়। বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল চালক কিশোর বৃদ্ধাকে আঘাত করে পালিয়ে যেতে চাইলে স্থানীয় জনগণ তাকে আটক করে গুপ্তছাড়া বাজার কমিটির কাছে হস্তান্তর করা হয়।
কিশোর চালকের নামঃ মোঃ ফাহাদ (১৬) পিতা- মোস্তাফিজুর রহমান। ইউনিয়ন ঃ গাছুয়া, ওয়ার্ড নং ঃ ০১ বাজার কমিটি ও স্থানীয় জনগণ বলেন এমন কিশোরের হাতে বাইক দেওয়ার কারনে পরিবার দায়। তাই তারা বলেন সন্দ্বীপ কিশোর দের বাইক থেকে বিরত রাখতে সচেতন পরিবার কে এগিয়ে আসতে হবে।