সংক্রমণরোধে জীবাণুনাশক টানেল অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করবে:প্রণয় চাকমা
সাইফুল ইসলাম তাহসান(কক্সবাজার প্রতিনিধি) :ইউএনও প্রণয় চাকমা ইতি মধ্যে রামু উপজেলায় স্বর্ণ অক্ষরে ইতিহাসের পাতায় নাম লিখে রাখার মতো সুনাম অর্জন করেছেন তার বিভিন্ন কাজের প্রতিফলন ঘটিয়ে, তার আদর্শিক বক্তব্য হল তিনি কথায় নয় কাজে বিশ্বাসী এই স্লোগানে রামুর জনসাধারণের পাশে দাড়াচ্ছেন দিন রাত পরিশ্রমের মধ্যে দিয়ে। তারাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল কক্সবাজার রামু উপজেলা প্রশাসনের বাস্তবায়নে করোনা ভাইরাসের সংক্রমণরোধের জীবনুনাশক টানেল উদ্বোধন করেন রামু উপজেলা ইউএনও প্রণয় চাকমা মহোদয়। আজকের সংক্রমণরোদে এই টানেল উদ্বোধনের মধ্যে দিয়ে তিনি বলেন করোনা সংক্রমণরোধে জীবানুনাশক টানেল অগ্রণী ভূমিকা পালন করবেন, তিনি আরো বলেন উপজেলায় বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের কথা ভেবে এই জীবাণুনাশক টানেল বসানোর পরিকল্পনা গ্রহন করবেন বলে এই সময় জানান ইউএনও প্রণয় চাকমা। তিনি করোনা ভাইরাসের সচেতনতা ও সতর্কতামূলক আরো বিভিন্ন বক্তব্য প্রদান করে রামুবাসীর স্বার্থে। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি এর স্বেচ্ছাসেবকগন, উপস্থিত ছিলেন সাংবাদিক শুয়েব আহেদম, আরো উপস্থিত ছিলেন রামু থানার বিভিন্ন প্রতিনিধিগন।