

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি :বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে সোমবার দিনব্যাপি মাগুরার শ্রীপুরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয়। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, সাপ খেলা, লোকজ মেলা, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সকল অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী, শ্রীপুর সরকারি কলেজের অধ্য নির্মল কুমার সাহা, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, যুব উন্নয়ন অফিসার রিয়াজুল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোল্যা মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক ও শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় ও একাডেমির শিল্পিবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।