শেখ হাসিনা নারীবান্ধব-পরিকল্পনামন্ত্রী
আল হাবিব,সুনামগঞ্জ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আমি কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে শারিরীক ভাবে অসুস্থ ছিলাম। আল্লাহর রহমতে এ যাত্রায় বেঁচে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি। যদিও ডাক্তার নিষেধ করেছেন কোথাও বেশি ঘুরবো না এবং জোরে বেশি কথা বলা যাবেনা। কিন্তু মানুষের বেশি উপস্থিত ও ভালবাসা দেখলে জোরে কথা বলতে ইচ্ছে করে। আমি হাওর পাড়ের এক গৃহস্থে পরিবারের সন্তান। তাই আপনাদের ছেড়ে দুরে থাকতে পারি না। এসময় তিনি আরও বলেন, আমাদের সরকার প্রধান শেখ হাসিনা নারীবান্ধব, তিনি নারীদের খুব সম্মান করেন। তিনি হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নে কাজ করে থাকেন। আজ আপনাদের মাঝে যে টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিণ বিতরণ করা হবে। তার যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করবেন। কারণ জীবনে পানির প্রয়োজনীয়তা আছে। পানির অপর নাম জীবন, তবে সেটা হতে হবে নিরাপদ ও বিশুদ্ধ। পানি ছাড়া কোন প্রানীই বেঁচে থাকতে পারে না। পানি প্রয়োজন তবে সেটা অবশ্যই নিরাপদ হওয়া চাই। আর এই টিউবওয়েলের পানি শুধু ৫ জনের নয়। আশেপাশের মানুষদের দিবেন, বাঁধা দিবেন না কারণ এটা আল্লাহর নিয়ামত। মুলত এই সরকার নিরাপদ পানির অভাবে যাতে কোন মানুষ আর কষ্ট না পায় তার সকল ব্যবস্থাই করছে। নিরাপদ পানির পাশাপাশি স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন বিতরণ করছে সরকার। তিনি বলেন, বাংলাদেশ যে উন্নয়ন হচ্ছে তা ইতিহাস যোগ্য। এদেশের ইতিহাসে কোন সরকার এত উন্নয়ন করেনি। দেশের যেদিকেই থাকাই শুধু উন্নয়ন আর উন্নয়ন। হাওরাঞ্চলের মানুষের মন বড় তারা বেইমান নয়। তারা উপকার যে করে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে ও ধন্যবাদ দিতে জানে। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে গভীর নলকুপ ও অফসেট -পিট ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ঐ সব কথা বলেন। দ.সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমদ, জয়কলস ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া প্রমুখ।