শিবচতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ডে এসভিএস, আই আই ইউ সি শাখার সেবা কার্যক্রম

চট্টগ্রাম (অস্মিত চক্রবর্তী অমিত): গত ২১ ফেব্রুয়ারি শিবচতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ডু মহা তীর্থ চন্দ্রনাথধামে, সনাতন বিদ্যার্থী সংসদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার পক্ষ হতে ২০,২১ ও ২২ তিন দিন ব্যাপী দেশ-বিদেশ থেকে আগত প্রায় ১০-১২ লক্ষ তীর্থযাএী ও দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার জল, ফল ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়াও মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও ভক্তবৃন্দদের সহযোগিতায় সার্বক্ষণিক তৎপর ছিল বিদ্যার্থীগন । সেবা ক্যাম্প পরিদর্শনে আসেন অদুল অনিতা ফাউন্ডেশনের পরিচালিকা ও বিশিষ্ট দানবীর শ্রীঅদুল চৌধুরীর সহধর্মীনী শ্রীঅনিতা চৌধুরী, সংকর মঠ ও মিশনের পরিচালিকা ভক্তি মাতা এবং সনাতন বিদ্যার্থী সংসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি শ্রীকুশল বরণ চক্রবর্ত্তী । মেলায় সার্বক্ষণিক সেবাই নিয়জিত ছিলেন শ্রীদোলন দাশ (সভাপতি) , শ্রীশুভ দাশ(সাধারণ সম্পাদক) , শ্রীসুব্রত মজুমদার, শ্রীমিশু চন্দ্র দাশ, শ্রীরানা দাশ, শ্রীইন্দ্রজিত চৌধুরী, শ্রীঅভিরাজ দও, শ্রীপায়েল দাশ,শ্রীঅভিষেক পাল, শ্রীনয়ন দাশ, শ্রীরাম দাশ, শ্রীঅঙ্গন চৌধুরী, শ্রীশিপন নাথ সহ সনাতন বিদ্যার্থী সংসদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার অন্যান্য বিদ্যার্থীবৃন্দ ।