শিকড় এর খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন
নোমান বিন খুরশীদ (চট্টগ্রাম): করোনা ভাইরাস সংক্রমণের কারণে দেশে স্বাভাবিক পরিস্থিতির বিপর্যয়ে খাদ্য সংকটে ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন শিকড়। করোনা সংক্রমণ মোকাবিলায় সামাজিক সচেতনতা, ভাইরাস নিধনে রাস্তায় বাসা বারিতে অসুধ ছিটানো সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শিকড়। তারই ধারাবাহিকতায় ৯ এপ্রিল সকাল ১০ ঘটিকায় পাচঁলাইশস্থ সংগঠন এর অস্থায়ী কার্যলয়ে খাদ্য বিতরণ কর্মসূচি কালে উপস্থিত ছিলেন শিকড় এর সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এহতেশাম সাদেক কাশফি।সাধারণ সম্পাদক যুব নেতা জাওইদ আলী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক জাফর আল তানিয়ার, আবু তৈয়ব, বিধান চৌধুরী বড়, এ্যাডভোকেট পল্টন দাশ ও অন্যান্য সদস্য বৃন্দ।করোনা সংক্রমণে দেশের এই দুর্যোগ মোকাবেলায় বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দ। শিকড় এর পক্ষ থেকে ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং প্রতি সপ্তাহে এই কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেওয়া হয়।