শাহজাদপুরে ডিলার নিয়োগে স্বচ্ছ লটারি অনুষ্ঠিত: ইউএনও’র নেতৃত্বে দৃষ্টান্ত স্থাপন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে উন্মুক্ত ও স্বচ্ছ লটারির মাধ্যমে, যা জনসাধারণের আস্থা ও সন্তুষ্টির প্রতীক হয়ে উঠেছে।
রবিবার (২৯ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৫৪টি বিক্রয় কেন্দ্রে ডিলার পদে নিয়োগের লক্ষ্যে ২০১ জন আবেদনকারী অংশ নেন লটারিতে। স্বচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত লটারিতে নির্বাচিত হন ৫৪ জন যোগ্য প্রার্থী, যাঁরা নিজ নিজ এলাকায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। আমরা চাই জনগণ যেন বুঝতে পারে, সরকারি কার্যক্রমেও শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আলাউল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মকবুল হোসেন, উল্লাপাড়া সেনা ক্যাম্পের প্রতিনিধি নাহিদ রানা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, বিএনপি নেতা ইয়াছিন আলী ও মোঃ তোতা মিয়া।
লটারিতে অংশগ্রহণকারী প্রার্থীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, প্রেসক্লাব ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।
উল্লেখ্য, এই ডিলাররা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিয়মিতভাবে চাল বিতরণের মাধ্যমে দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ইবি’র লালন শাহ হল পরিদর্শনে উপাচার্য

Share the post

Share the postইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর […]

ইবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Share the post

Share the postইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর এলাকায় পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ফরিদপুর অঞ্চলপ্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ জহিরুল ইসলাম, কুষ্টিয়া শাখার […]