শহীদ সেলিমের স্ত্রী-কন্যার পাশে জাতীয় নাগরিক পার্টি

Share the post

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটির শহীদ সেলিম তালুকদারের নবজাতক কন্যা ও স্ত্রীর পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১১ মার্চ) দুপুরে ঝালকাঠি শহরের মডেল ক্লিনিকে গিয়ে এনসিপির নেতারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় এনসিপির ঝালকাঠি জেলা সংগঠক মো. শাহীন আলম, আব্দুল্লাহ ওমর, আবু হানিফ, নাজমুল হাসান টিটু, মুফতি মাসুম বিল্লাহ, মো. মাহাবুব মিয়া এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।শহীদ পরিবারের প্রতি সংহতি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি নেতারা নবজাতক কন্যাকে কোলে তুলে নিয়ে স্নেহ-ভালোবাসা জানান।

এনসিপির ঝালকাঠি জেলা সংগঠক মো. শাহীন আলম বলেন, “আমরা এনসিপির নেতা-কর্মীরা বিপ্লবীদের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেছি। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে বৈষম্য থাকবে না, দুর্দশা থাকবে না। কেন্দ্রের নির্দেশে সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে এনসিপির কার্যক্রম বিস্তৃত করা হবে।”

শহীদ সেলিম তালুকদার: এক সাহসী আন্দোলনকারী উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঝালকাঠির নলছিটির মল্লিকপুর এলাকার বাসিন্দা সেলিম তালুকদার ঢাকায় শহীদ হন। তখন তার স্ত্রী সুমী আক্তার আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত ৮ মার্চ তিনি ঝালকাঠির একটি ক্লিনিকে কন্যাসন্তানের জন্ম দেন।

জাতীয় নাগরিক পার্টির এ সহায়তা শহীদ পরিবারের প্রতি সামাজিক সংহতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিশিষ্টজনরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বিয়ের প্রভোলনে সহপাঠীকে ধর্ষণের অভিযোগে কলেজছাত্র কারাগারে

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে সহপাঠীকে ধর্ষণ ও গর্ভপাত করানোর অভিযোগে কাজী ফাহাদ (১৮) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) রাতে ভুক্তভোগী ছাত্রীর মা নুপুর আক্তার রাজাপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝালকাঠি শহর থেকে অভিযুক্ত ফাহাদকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে […]

পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ ।

Share the post

Share the postরিয়াজুর রহমান,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে  বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার কর্তৃক  ইটবাড়িয়া সদর উপজেলাধীন এলাকায় ১০(মার্চ)  সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে প্রায় চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে মানবিক এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে কোস্ট গার্ড মিডিয়া শাখা থেকে […]