শরীয়তপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪২

Share the post

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ৪২ জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার চিতলিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা আওয়ামী লীগ সদস্য ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম হাওলাদার এবং চিতলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দ্বিতীয় ধাপে ইউপির চেয়ারম্যান প্রার্থী মাস্টার হারুন-অর-রশীদ হাওলাদারের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুজনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।এর আগেও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় সালাম হাওলাদারের এক সমর্থকের উপর হামলা চালায় হারুন হাওলাদারের সমর্থকরা।

এ ঘটনার পর ভোরে আবারো একে অপরের ওপর হামলা চালায়। এসময় শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে। খবর পেয়ে পালং মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি তবে মামলার চলছে বলে জানান ভুক্তভোগীরা।

হারুন অর রশিদ জানান, সালাম হাওলাদারের সমর্থক লিটন সরদার, আউয়াল সরদার, সৈয়দ সরদার গতকাল রাতে গাজার বাজারে এসে আমার সমর্থক রফিক মৃধাকে মারধর করেছে।

তিনি আরো জানান, আজ সকালে থেকে সালাম হাওলাদারের সমর্থকেরা আমার সমর্থকদের ওপর হামলা চালায়। তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের হামলায় আমার অন্তত ২৫ জন সমর্থক আহত হয়েছে। এরমধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে সালাম হাওলাদার বলেন, আমার ২০ জন সমর্থক আহত হয়েছে। তাদের চিকিৎসার কাজে ব্যস্ত আছি। দুজনকে ডেকে পাঠানো হয়েছে।

শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, চিতলিয়া এলাকায় সংঘর্ষ হয়েছে। সদর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আহত রোগীদের নেওয়া হয়েছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। মামলা হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এদিকে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় পাঠানো হয়েছে রাজধানীর একটি হাসপাতালে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শহীদের স্বীকৃতি পেলেন সেই যুবক, পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র

Share the post

Share the post২০২৪ সালের ৫ আগস্ট নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট করা অস্ত্রে প্রাণ হারানো মো. ইমতিয়াজ হোসেন রিয়াজকে শহীদের স্বীকৃতি ও ১০ লাখ টাকা সঞ্চয়পত্র দেওয়ায় ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। গেজেটভুক্ত শহীদের তালিকা থেকে নাম বাদ দিতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গত রোববার (৩০ মার্চ) নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার […]

ঈদের নামাজে ইমামকে হত্যা চেষ্টা,ছুরিসহ যুবক আটক

Share the post

Share the postমোঃনাজমুল হাসান (অপু),তালতলী,বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার একটি মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজরত অবস্থায় ইমাম ইমরান হোসেনকে দেশীয় অস্ত্র  দিয়ে হত‌্যার চেষ্টা চালায় মাসুম নামের এক যুবক। পরে মুসুল্লীরা ইমামকে হত‌্যা চেষ্টাকারী যুবকে  আটক করেছে। পরে তারা তাকে তালতলী থানা পুলিশকে সোপর্দ করেছেন। ঘটনা ঘটেছে সোমবার সকাল ৮ টার দিকে উপজেলা শারিকখালী ইউনিয়নের […]