র্যাবের অভিযানে পিস্তল-গুলি ও মাদকসহ আটক ২
আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদীতে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামী মনির হোসেন ও তার এক সহযোগীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-১১ (র্যাব) নরসিংদী।
বুধবার (৬ আগষ্ট) সন্ধ্যায় র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা তথ্যটি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামের ফজর আলীর ছেলে মনির হোসেন (৩৩) ওরফে মনির এবং একই গ্রামের শেখ ফরিদের ছেলে বরকত উল্লাহ (২০)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ৩৬ পিছ ইয়াবা ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শিবপুর উপজেলার উত্তর কারারচর গ্রামে আসামীর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ধৃত আসামীরা নিজ বাড়িতে অবস্থানকালে তাদেরকে ২ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও ইয়াবাসহ তাদের হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
এ বিষয়ে র্যাব কমান্ডার জুয়েল রানা জানান, গ্রেফতারকৃত মনির হোসেনের বিরুদ্ধে রায়পুরা ও শিবপুর সহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। পরে তাদেরকে শিবপুর মডেল থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে।