রোহিঙ্গা ডাকাতের ভয়ে ফেলা আসা ধান ঘরে পৌছে দেন কৃষকলীগের এবিএম রাজুর টিম!
সাইফুল ইসলাম তাহসান(কক্সাবাজার) : কৃষক বাঁচলে, বাঁচবে দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে, রোহিঙ্গা সন্ত্রাসী হাকিম ডাকাতের ভয়ে ফেলে আসা দরিদ্র কৃষক আবদুচ সত্তার এর ধান হোয়াইক্যং ইউনিইউনিয়নের পুঁটি বনিয়া ( লোকালয় থেকে ৪/৫ মাইল পাহাড়ের ভিতর থেকে টেকনাফ উপজেলা কৃষক লীগের অর্ধ শতাধিক নেতৃবৃন্দ ,মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও জেলা কৃষকলীগের নির্দেশনায়,টেকনাফ উপজেলা কৃষকলীগের সভাপতি এবিএম আবুল হোসেন রাজুর নেতৃত্বে হোয়াইক্যং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কানজর পাড়ার দরিদ্র কৃষক আবদুচ সত্তার ২একর ( ৫ কানি ) জমির ধান কেটে গাড়ি যোগে ঘরে পৌছে দেওয়া হল ,সাথে ছিলেন উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল শুক্কুর কোম্পানি, উপজেলা সাধারণ সম্পাদক আমান উল্লাহ, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম এবং প্রতিটি ওয়ার্ডে সভাপতি/সাধারণ সম্পাদক সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়।