রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ বাংলাদেশের আয়োজনে ৩য় ধাপের সার্জিক্যাল মাস্ক বিতরণ।
চট্টগ্রাম প্রতিনিধি: রোটার্যাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন ৩২৮২ বাংলাদেশের আয়োজনে ৩য় ধাপের সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।নিরাপদ সামাজিক দূরত্ব রেখে রিকশাচালক দিনমজুর এবং পথচারীদের মাঝে ৩০০ সার্জিক্যাল মাস্ক পৌঁছে দিয়েছি।

(এক হাজার বিতরণ সম্পন্ন হয়েছে) সাথে ছিলেন ২০১৭-১৮ রোটারি বর্ষের সম্মানিত ডি.আর.সি.সি রোটারিয়ান তারেক এবং রোটারিয়ান মিন্টু ইব্রাহিম।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকলে নিজের জায়গা থেকে অসহায়দের সাহায্য করার জন্য এগিয়ে আসুন এবং সকল রোটার্যাক্ট বন্ধুদের অনুরোধ করছি নিজে নিরাপদ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক দায়বদ্ধতা থেকে কাজ করুন এখন সুযোগ নেই সবাই মিলে একসাথে হওয়ার এখন সময় নিজের প্রতিবেশী আত্মীয় এবং বন্ধু-বান্ধবের খোঁজ রাখা এবং মা-বাবা পরিবারের যত্ন নেয়া, ধন্যবাদ।
