রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর অফিসিয়াল গভর্নর  ভিজিট (২০২০-২১) ও রেগুলার মিটিং  সম্পন্ন

Share the post

নিউজ ডেস্ক , চট্টগ্রাম আজ রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর  ডিজি  ভিজিট (২০২০-২১) ও রেগুলার মিটিং অনুষ্ঠিত হয় । উক্ত রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর প্রথম পর্বের  অনুষ্ঠানে  ছিল  ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভনর  (২০২০-২১) এর  অফিসিয়াল ক্লাব ভিজিট  । এতে অংশ নেন ক্লাবের প্রেসিডেন্ট রোটা: মো: শহীদুল ইসলাম  , সেক্রেটারী  রোটা: মো: দেলোয়ার হোসেন   , প্রেসিডেন্ট ইলেক্ট রোটা:  এম এ রহিম (পি এইচ এফ) এছাড়া ও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩২৮২ এর নেতৃবৃন্দ ।ক্লাবের সকল সদস্যগনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয় চট্টগ্রামের একটি হোটেলে । উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন  রোটা:  ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর  (২০২০-২১)  এছাড়া ও উপস্থিত ছিলেন ক্লাব উপদেষ্টা রোটা: আজিজুল হক , রোটা: পিপি মো: লিয়াকত আলী চেীধুরী, রোটা: পি পি শহীদুল্লাহ চেীধুরী , রোটা:  সিপি উত্তম কুমার দত্ত  (এসিষ্টান্ট গভর্নর) , রোটা: জাহাঙ্গীর চৌধুরী , রোটা: এহসানুল হক , রোটা: হাসিনা আকতার  লিপি এবং রোটা: ড. মীর আনিসুজ্জামান  প্রমূখ ।

 

ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর  (২০২০-২১)  রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর  যাবতীয় কর্মকান্ডে সন্তোশ প্রকাশ করেন । এবং ক্লাবের উন্নতির ব্যাপারে  বর্তমান প্রেসিডেন্ট , সেক্রেটারী  ও অন্যান্য নেতৃবৃন্দদের পরামর্শ প্রদান করেন ।

রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং  এর পক্ষ থেকে ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১)   কে ১২ জন পি এইচ এফ হওয়ার আশ্বাস প্রদান করা হয় ।

উক্ত অনুষ্ঠানে একজন নতুন সদস্য  জনাব মো: আরিফুর রহমান কে ডা. বেলাল উদ্দিন আহমেদ – ডিষ্ট্রিক্ট গভর্নর (২০২০-২১) নিজ হাতে   রোটারি  পিন পড়িয়ে দেন । সেই সাথে তিনি পি এইচ এফ হওয়ার আশা ব্যাক্ত করেন  ।  ডা. বেলাল বলেন এটা    চট্টগ্রামে রোটারীর ইতিহাসে সত্যি বিরল ব্যাপার  যে , আজই  রোটারীতে জয়েন করে আজই পি এইচ এফ হওয়া ।

এছাড়া ও পি এইচ এফ  হওয়ার জন্য চেক জমা দেন ক্লাবের  দুই জন্য সদস্য জনাব , রোটা: ডা. মুকিত ওসমান  এবং   রোটা: ডা: নুসরাত কায়ওনি ।

ক্লাবের  রেগুলার মিটিং এ উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট রোটা: মো: শহীদুল ইসলাম  , সেক্রেটারী  রোটা: মো: দেলোয়ার হোসেন ,    চার্টার প্রেসিডেন্ট রোটা : আনোয়ারুল কবির কামরুল , রোটা : এম এ রহিম পি এইচ এফ , রোটা : প্রসান্ত কুমার দাস পিএইচ এফ , রোটা : মো: ফোরকান উদ্দিন , রোটা: অরবিন্দু চৌধুরী , রোটা: উম্মে বুলবুল বারী  , রোটা : সাদেকুর রহমান , রোটা : মো: শাহাদাৎ হোসেন , রোটা : ডা. মুকিত ওসমান ,  রোটা : সুলতানা আয়শা  , রোটা :  জাহান আরা আবেদীন , রোটা : মো: সালাউদ্দিন রানা , রোটা : মো: নজরুল ইসলাম , রোটা : শিমলা দাস প্রমূখ ।

এছাড়া ও উপস্তিত ছিলেন রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট মো: রানা  , ইন্টারেক্ট মেহরাজ হোসেন রবিন , রোফায়ের কবির , তাজিমা কবির ও প্রান্তিকা দাস  প্রমূখ ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]