রোগীদের সেবায় উন্নয়ন: দুর্গাপুর ডিএসকে হাসপাতালে লিফট উদ্বোধন

Share the post
নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) হাসপাতালের রোগীদের সুবিধার্থে দুর্গাপুরে এই প্রথম লিফট উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টায় ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ হাসপাতালের নতুন লিফটটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,বীর মুক্তিযুদ্ধা আব্দুল খালেক ,আদিবাসী ইউনিয়নের জেলা সভাপতি নিরন্তর বনোয়ারি,  দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সম্পাদক জামাল তালুকদার, দুর্গাপুর সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক নূর আলম, সাংবাদিক জুয়েল রানা, ডিএসকে হাসপাতাল ব্যবস্থাপক ধ্রুব সরকার,হাসপাতালের মেডিকেল অফিসার ডা.কৃপা দেব দাস,অর্থ কর্মকর্তা হাজং সত্যেন্দ্র তাপস,ল্যাব টেকনোলজিস্ট অমিত রায় প্রমুখ।
হাসপাতালের চিকিৎসকবৃন্দ, ডিএসকের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত অতিথিরা হাসপাতালের উন্নয়ন ও রোগীদের সেবার মান বৃদ্ধির জন্য এই উদ্যোগের প্রশংসা করেন।ডা. দিবালোক সিংহ উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই নতুন লিফটটি হাসপাতালের রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৃদ্ধ, প্রতিবন্ধী এবং গুরুতর অসুস্থ রোগীরা দ্রুত এবং সহজে হাসপাতালের বিভিন্ন তলায় পৌঁছাতে পারবেন। এর মাধ্যমে হাসপাতালে রোগীদের সেবার মান আরও উন্নত হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত হবে।”
তিনি আরও বলেন, “এটি আমাদের চলমান উন্নয়নমূলক কর্মসূচির অংশ। আমরা ভবিষ্যতেও হাসপাতালের অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাব, যাতে সেবা গ্রহীতারা উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন।”
উদ্বোধন শেষে উপস্থিত সবাই হাসপাতালের সেবা ও উন্নয়নের এই অগ্রগতির জন্য একে অপরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও উন্নতি কামনা করেন। হাসপাতালে লিফট চালু হওয়ায় রোগীদের জন্য সেবা আরও সহজ এবং নিরাপদ হবে বলে জানান উপস্থিত চিকিৎসকবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন শিক্ষক, অফিস সহকারী ও দপ্তরি

Share the post

Share the postনূর আলম,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর উচ্চ বিদ্যালয়ে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয় চত্বরে প্রতিষ্ঠানটির শিক্ষক, সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হেকিম, অফিস সহকারী হযরত আলী এবং প্রয়াত দপ্তরি আনোয়ার হোসেনকে। মরহুম আনোয়ার হোসেনের […]

মাগুরার শ্রীপুরে গার্মেন্টস মালিক ও তার শিল্পপতি ভাইদের বাড়িতে হামলা-ভাঙচুর

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর ,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরের আমতৈল গ্রামের বাসিন্দা শিল্পপতি জাহিদুল ইসলাম ও তার শিল্পপতি ভাইদের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। সোমবার রাতে তাদের বাড়িতে ভাংচুর করে লুটপাট ও দামি গাড়ি ভাংচুর করার জন্য এ হামলার পরিকল্পনা হয়েছিল বলে এলাকাবাসী মনে করছেন। তবে শিল্পপতি ফারুকুল ইসলাম ও শিল্পপতি হারুক আহমেদ […]