রাসেলই হচ্ছেন মাসুদ রানা

Share the post

গেল এক বছরে ঢাকাই সিনেমায় ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি কম জল ঘোলা হয়নি। নায়ক নিয়ে বেশ গুজবের তৈরি হয়। ছবিটি নির্মাণের জন্য মাসুদ রানা খুঁজার জন্য রিয়ালেটি শো থেকে একজন মাসুদ রানাকে খুঁজে বের করা হয়। কিন্তু পরবর্তীতে সেই শো থেকে কোনও নায়ক নেওয়া হবে না বলেও ঘোষণা আসে। সেসময় নানা আলোচনা ও নানা ধরনের গুজব ছড়িয়েছে ঢালিউডে। শোনা গিয়েছে মাসুদ রানা চরিত্রে এ বি এম সুমন অভিনয় করবেন আবার কখনও শোনা গিয়েছে থাকতে পারেন আরিফিন শুভ কিংবা রোশান।

তবে প্রথম থেকেই ছবির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়ে আসছিল বাংলা ও ইংরেজি দুই ভাষায় এটি নির্মিত হবে। পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউডের নির্মাতা আসিফ আকবর।

কিন্তু হঠাৎ করেই রোববার (১২ জানুয়ারি) নতুন খবর এলো। একটি সূত্র বলছে, একটি নয়, মাসুদ রানা নিয়ে দুটি চলচ্চিত্র তৈরি হবে। একটি চলচ্চিত্র তৈরি হবে ইংরেজিতে। মাসুদ রানাকে ঘিরে তৈরি ওই ছবিটির নাম—এম আই নাইন। ছবির পরিচালক আসিফ আকবর। আর আরেকটি ছবি তৈরি হবে বাংলায়। এই ছবির নাম—মাসুদ রানা।

ইতোমধ্যে সূত্রটি জানিয়েছে ‘মাসুদ রানা’ ছবিটির নায়ক চূড়ান্ত হয়েছে। বাংলাদেশি মাসুদ রানায় অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা?’ প্রতিযোগিতায় বিজয়ী রাসেল রানা। ছবিটি নির্মাণ করবেন সৈকত নাসির। 

সূত্রটি আরও জানায়, ছবিটি ছবিটি নির্মাণ করবেন সৈকত নাসির। প্রযোজনা করবে ইউনিলিভার লিমিটেড ও জাজ মাল্টিমিডিয়া। সপ্তাহ খানেকের মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে। আর ছবিটির শুটিং শুরু হবে আগামী মার্চে। 

পরিচালক সৈকত নাসিরের মুঠোফোনে যোগাযোগ করা তার ফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয়

Share the post

Share the postটলিউডের জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যয় মারা গেছেন। বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১টা ১০ মিনিটে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৭ বছর। টলিউডের আরেক অভিনেতা ভরত কৌলর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় একটি রিয়েলিটি শো-তে অংশ নেন অভিষেক চট্টোপাধ্যয়। সেখানে হঠাৎ […]

ভিসা বাতিলের পরেও ঢাকায় সানি লিওনি!

Share the post

Share the postভিসা আবেদন বাতিলের ১ দিনের মধ্যে ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওনি! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তাকে ঢাকায় বরণ করে নেন গান বাংলা টিভি চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস। পরিচিত নাম বাদ দিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় […]