রাবিতে ইউট্যাবের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন ,রাজশাহী বিশ্ববিদ্যালয়: প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে এই আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে ইউট্যাব রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদারতা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহানুভবতার কারণে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পেরেছে। এটা সত্য। কিন্তু আওয়ামী লীগ বিগত ১৭ বছর বিএনপির উপর সবরকম নির্যাতন চালিয়েছে। বর্তমান সময়েও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
বক্তারা আরও বলেন, দেশের যেকোনো পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি কে নিয়ে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না। তারজন্য আমাদের মধ্যে ঐক্য প্রয়োজন। এসময় বক্তারা তারেক জিয়ার নেতৃত্বে  নতুনভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইউট্যাব রাবি শাখার সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম. রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রফেসর ড. মো. আবদুস সোবাহান (হীরা), প্রফেসর ড. মো: গোলাম আরিফ, প্রফেসর মো. আলতাফ হোসেন-১, প্রফেসরড, মো. কুদরত-ই-জাহান, প্রফেসর ড. মো. খালেদউজ্জামান (মিজান), প্রফেসর ড. মোঃ আবুল হাসান (মুকুল), প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান (লিটন), প্রফেসর ড. মো. আতাউর রহমান, প্রফেসর ড. এএইচএম খুরশীদ আলম (রিপন), প্রফেসর ড. আব্দুল মতিন, প্রফেসর ড. মোঃ নূরুজ্জামান হক, প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার, প্রফেসর ড. মো: গোলাম ছাদিক, প্রফেসর ড. মো. রেজাউল করিম-২, প্রফেসর ড. মো. আব্দুল আলিম, প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. মো. আমিনুল হক৷ প্রফেসর ড. ফারজানা আশরাফী নীলা, প্রফেসর ড. মো. হাসনাত কবীর
প্রফেসর মুহাম্মদ মশিহুর রহমান (দুলাল), প্রফেসর ড. মো. শাহাদাৎ হোসেন, প্রফেসর ড. আখতার বানু (আলপনা), প্রফেসর ড. মো. হারুন-অর-রশীদ, প্রফেসর ড. মো. নুরুল আলম, প্রফেসর ড. মো. আনিছুর রহমান, প্রফেসর ড. মজিবর রহমান, প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম, প্রফেসর ড. মো. আসাদুল হক, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক জোয়াদ্দার, প্রফেসর ড. মোরশেদুল ইসলাম (পিটার), প্রফেসর ড. মোছা. মর্জিনা বেগম, প্রফেসর ড. এ. নাঈম ফারুকী (লুথার), প্রফেসর ড. সুমাইয়া আবেদীন, স্বপ্নীল রহমান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য বহিষ্কার

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর ও প্রাক্তন সভাপতি মুসতাক আহমেদ কে ৫ বছরের জন্য অব্যহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৫ মার্চ) জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাবি সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয় […]

ভালুকায় তিন একর বনাঞ্চল আগুনে পুড়ে ছাই

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে আচমকা অগ্নিকাণ্ডে প্রায় ৩ একর বনভূমি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আংগারগাড়া ইউনিয়নের চানপুর এলাকায় ওই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস। ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান […]