রাবিতে আন্তঃকলেজ সাতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

Share the post
রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৬তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে এই দুই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।
দুই দিনব্যাপী আয়োজিত এই আন্তঃকলেজ প্রতিযোগিতায় সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল এবং প্রথম ও দ্বিতীয় রানার্স হয়েছে মতিহার হল ও সৈয়দ আমীর আলী হল। ওয়াটার পোলো প্রতিযোগিতায় সৈয়দ আমীর আলী হলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে শহীদ সোহরাওয়ার্দী হল।
পুরস্কার বিতরণি অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসাঃ রোকসানা বেগম  বলেন, আমাদের দেশের বাবা-মায়েরা শরীরচর্চাকে অনেক কম গুরুত্বসহকারে নেয়। ক্লাস ওয়ান থেকে একদম মাস্টার্স পর্যন্ত শরীরচর্চাকে বাধ্যতামূলক করা উচিত। নিয়মিত শরীরচর্চা করলে কোনো ছেলেমেয়েই আর অসুস্থ হবেনা এবং তারা আরো শক্তিশালি হবে। তবে আমি উপাচার্যের কাছে একটি দাবি রাখবো সেটি হলো, আমাদের সুমিংপুলে সংস্কার দরকার। চারপাশে ওয়াল এবং দরজার উপর দিয়ে অনেক ছেলেমেয়ে ঢুকে আসে, যা আটকানো সবসময় সম্ভব হয়না। তাই আমাদের পানি মেশিন দরকার। আমি চাই সবাই যাতে নিয়মমাফিক সুইপিংপুলে এসে সাঁতার কাটে, অবৈধ পথে নয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ফরিদ উদ্দীন খান বলেন,এই ধরণের কঠিন খেলা গুলো খেলার জন্য প্রয়োজন দীর্ঘদিনের চর্চার দরকার। এই দীর্ঘ চর্চার জন্য বিশ্ববিদ্যালয় সুইমিংপুলটি সারাবছর  খোলা রাখার ব্যাবস্থা করা হবে।
সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব বলেন, আমি সম্পুর্ণ খেলা উপভোগ করেছি এবং দেখেছি। খেলাটি আসলেও অনেক কষ্টসাধ্য তবে এটা শরীরের জন্য অনেক উপকারী। আমরা আগেও বলেছিলাম এই সুইমিং পুলের জীবন ফিরিয়ে দিতে চাই। আমরা খুব দ্রুত এটা সংস্কার করবো ইনশাআল্লাহ। আমি চায় যে আমাদের ছেলেরা শক্ত-সমর্থ হয়ে গড়ে উঠুক। শুধু লেখা-পড়াতেই না খেলাধুলাতেও ভালো করবে আমাদের ছেলে-মেয়েরা এই আশা ব্যক্ত করি।
এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. মোহা. মাঈন উদ্দীন,  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ইফতেখারুল আলম মাসউদ সহ বিভিন্ন হল ও বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সফর বাতিল করেছেন রাবি উপাচার্য

Share the post

Share the postরাবি প্রতিনিধি: উচ্চশিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অ্যাকাডেমিক সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব শক্তিশালী করার লক্ষ্যে পাকিস্তান সফর করার কথা থাকলেও মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের ঘটনায় নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে পাকিস্তান সফরটি বাতিল করেছেন রাজশাহী  বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। সোমবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় […]

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

Share the post

Share the postসৈয়দ মাহিন,রাবি প্রতিনিধিঃ জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন। জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার […]