রাজাপুরে ৩৩ বছর পরে ভাই হত্যার বিচার চাইলেন স্বজনরা
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে ৩৩ বছর পরে ভাইয়ের হত্যাকারীর বিচার ও তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। বুধবার দুপুরে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে জাহানারা বেগম নামের এক নারী এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তার পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা বেগম জানায়, উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার আলী হোসেন হাওলাদার, আব্দুল হাই,জাকির হোসেন, মাহবুব, গোলাম হোসেন মাসুম হাওলাদার, বাতেন হাওলাদার, জাহিদ হোসেন, বাবুল হাওলাদার, কামরুল হাওলাদারের সাথে আমাদের বিরোধ চলছিলো। এক সময় আমাদের বাবার জমিজমা সব দখল করে নেয় প্রতিপক্ষরা। এতে জাহানারার বড়ো ভাই চান্দু আকন বাঁধা দিলে তার উপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরে ১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে চান্দু আকনকে তুলে নিয়ে যায় এবং ও পরিবারের অন্য সদস্যদের এলাকা ছাড়তে বাধ্য করে প্রতিপক্ষরা। তখন প্রাণ ভয়ে ওই রাতেই পরিবারের অন্য সদস্যরা পালিয়ে খুলনায় আশ্রয় নেয়। পরবর্তীতে চান্দু আকনকে আর ফিরে পাওয়া যায়নি। লোকমুখে শুনেছি চান্দু আকনকে প্রতিপক্ষরা হত্যা করেছে। চান্দু আকন হত্যার বিচার পেতে ২০২২ ঝালকাঠি লিগ্যাল এইড এ মামলা দায়ের করা হয়। কিন্তু অভিযুক্তরা আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় ও টাকার দাপটে মামলা খারিজ হয়ে যায় । স্থানীয় ইউপি সদস্য শাহিন হাওলাদার সহায়তায় আমাদের সমস্ত পৈতৃক সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি নিয়েছে অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে জাহানারা বেগম তার ভাইয়ের হত্যা ও পৈতৃক সম্পত্তি ফিরে পেতে সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।