রাজাপুরে ইসলামী আন্দোলনের ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share the post
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে ইউনিয়ন সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টায় গালুয়া মসজিদের দ্বিতীয় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের গালুয়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলার সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
গালুয়া ইউনিয়ন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ বেলাল হাবশীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলার সহ-সভাপতি মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গালুয়ার পীর সাহেব আলহাজ্ব মাওলানা আব্দুর রহিম খান, গালুয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতী আলী আকবর সাইফী, ইসলামী আন্দোলনের রাজাপুর শাখার সহ-সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আল আমিন রুম্মান গাজী, মাওলানা আল আমিন দোহারী, ইসলামী শ্রমিক আন্দোলনের রাজাপুর উপজেলার সহ-সভাপতি মুহাম্মদ এনায়েত হোসেন এবং ইসলামী যুব আন্দোলনের রাজাপুর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা হুমায়ূন কবির সিদ্দিকী।
অনুষ্ঠানে গালুয়া ইউনিয়নের ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ইসলামী আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ মুহাম্মদ আল আমিন খান, সহ-সভাপতি মাষ্টার মোঃ মারুফ হোসেন এবং সেক্রেটারি মুহাম্মদ মাওলানা আব্দুস সালাম।
অন্যদিকে, ইসলামী ছাত্র আন্দোলনের গালুয়া ইউনিয়ন শাখার সভাপতি হয়েছেন মুহাম্মদ ফেরদৌস, সহ-সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাকারিয়া। কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলার সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশগ্রহণ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম। […]

গড়িমসি নয়, জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াতের আমির

Share the post

Share the postমো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আন্দোলনে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সুস্থতা কামনা করছি। এই আন্দোলনে যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচারের আওতায় দেখতে চাই। গড়িমসি করে সময় ক্ষেপণ করা নয়, স্বল্প সময়ের […]