

মোঃ আবু ছালেহ (বিপ্লব) ,ঢাকা জেলা প্রতিনিধি : রাজধানীতে শুরু হতে যাচ্ছে দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠান এশিউর গ্রুপের আয়োজিত এশিউর প্রোপার্টি ফেয়ার। আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ মেলা চলবে উত্তরার বাড়ি-৩, রোড-১৪, সেক্টর-৩, এশিউর হাসানভিলা প্রাঙ্গণে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই ফেয়ার।
মেলায় ফ্ল্যাট ও বাণিজ্যিক স্পেস ক্রেতাদের জন্য থাকছে বিশেষ মূল্যছাড়। পাশাপাশি থাকছে লাকি ড্র, নিশ্চিত উপহার এবং কক্সবাজারে ২ দিনের ভ্রমণ জেতার সুযোগ। এতে অংশগ্রহণ করে ক্রেতারা আধুনিক ও মানসম্মত আবাসনের পাশাপাশি নানা ধরণের আকর্ষণীয় অফার উপভোগ করতে পারবেন।
ক্রেতাদের সহজ লোন সুবিধা দিতে ফেয়ারে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকসমূহের মধ্যে রয়েছে সিটি ব্যাংক, ডিবিএইচ, আইডিএলসি ফাইন্যান্স এবং প্রাইম ব্যাংক। ঢাকার পাশাপাশি কক্সবাজারের কলাতলীতেও এসিউর গ্রুপের অফিসে এই ফেয়ার উপলক্ষে বিশেষ সেবা দেওয়া হবে।
২০০৭ সালে যাত্রা শুরু করা এশিউর গ্রুপ ইতোমধ্যেই আবাসন খাতে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির সব প্রকল্পই মানসম্মত ও টেকসই নির্মাণের নিশ্চয়তা দিতে ISO 9001:2015 QMS Certified। আয়োজকদের মতে, এবারের ফেয়ার গ্রাহকদের জন্য একটি বিশেষ সুযোগ এনে দেবে।
এশিউর গ্রুপের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই ফেয়ার ক্রেতাদের ব্যাপক সাড়া ফেলবে এবং আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে।