রাঙ্গাবালীতে ২ দিনের যুব নেতৃত্ব বিকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক রিফ্রেশার ট্রেনিং সম্পন্ন
মোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী(পটুয়াখালী):পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় রুপান্তর-এর আস্থা প্রকল্পের আওতায় যুব ফোরামের সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী একটি রিফ্রেশার ট্রেনিংয়ের সফল সমাপ্তি হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য ছিল — “সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কার্যকর ব্যবহার”। প্রশিক্ষণে নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, দল পরিচালনা, সমস্যা সমাধান ও ডিজিটাল মাধ্যমের সদ্ব্যবহার সংক্রান্ত নানা বিষয়ের ওপর আলোকপাত করা হয়।
উক্ত প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা (ফিল্ড অফিসার, রুপান্তর), এস এম কামরুজ্জামান (প্রভাষক, রাঙ্গাবালী সরকারি কলেজ), এইচ এম ইউসুফ আলী (জেলা নাগরিক প্ল্যাটফর্ম, পটুয়াখালী), মো. রাকিব (আহ্বায়ক, রাঙ্গাবালী উপজেলা যুব ফোরাম) এবং যুগ্ম আহ্বায়ক এইচ এম সাইমুন শিকদারসহ স্থানীয় সমাজকর্মীরা।
তারা বলেন, “এই প্রশিক্ষণ যুব সমাজকে নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”
বক্তারা আরও জানান, ভবিষ্যতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে, যাতে উপজেলার প্রতিটি তরুণ-তরুণী নিজেকে দক্ষ, আত্মপ্রত্যয়ী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।
প্রশিক্ষণ শেষে আয়োজকরা অংশগ্রহণকারী ও প্রশিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামী দিনেও যুবদের নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।