রংপুর তারাগন্জে উপ-নির্বাচনে চেয়াম্যান পদে ৪জন ও ইউপি সদস্য পদে ৩ জনের মনোনয়নপত্র দাখিল।

Share the post

রাজু আহমেদ নীলফামারি জেলা প্রতিনিধি) :তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি কিছুদিন যাবত শূন্য থাকায় উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপএ দাখিল। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গতকাল বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামীলীগ নেতা দেলওয়ার হোসেন। সেই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক,জনাব, আনিছুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রবিউল ইসলাম রিপন, উপজেলা আওয়ামীলীগ নেতা ও তারাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক জি,এস রাসেল প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আলমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল কাদের সবুজ চৌধুরী ও সয়ার ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলমের মৃত্যুর কারনে পদ দুটি শুন্য হয়। ইউনিয়ন দুটিতে আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে গতকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো। আগামী ২৬ শে সেপ্টম্বর মনোনয়নপত্র বাছাইয়ের ও ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন জানান, গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আলমপুর ইউপি পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, দেলওয়ার হোসেন (আওয়ামীলীগ), সাবেক চেয়ারম্যানের মৃত্যু বরনকারী সহধমিনী রুজিনা খাতুন চৌধুরী (জাতীয়পার্টি) থেকে মনোনয়ন পাই, খায়রুল ইসলাম (স্বতন্ত্র) ও জিকরুল ইসলাম জাহেরী (স্বতন্ত্র) অন্যদিকে সয়ার ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা হলেন, শাহনাজ বেগম, গোলাম রব্বানী ও ছরোয়াদ্দি সরকার। উপজেলার ইউএনও আমিনুর ইসলাম বলেন, শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা প্রশাসন নির্বাচন কর্মকর্তাকে সহায়তা করবে। তিনি আরো জানান, যে এরই মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমাদের জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]