মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

Share the post

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় দেন। এসময় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। নেজাম উদ্দিন ভুজপুর থানার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুই ধারায় নেজাম উদ্দিনের সাজা হয়েছে। এর মধ্যে ৯ (১) ধারায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া ৯ (৪) (খ) ধারায় আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দণ্ডাদেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ জুন ২০১৯ ভিকটিম শিশুর মা বাড়িতে না থাকার সুযোগে তার জন্মদাতা বাবা শিশুটিকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এ ঘটনা জানার পর ভুজপুর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দেয়। পরবর্তীতে ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

জানা গেছে, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

Share the post

Share the postইয়াসিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোবারকপুর মাঝাটোলা তরুণ সংঘের আয়োজনে শনিবার (১৫ মার্চ) বিকেলে মাঝাটোলা গ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। কোরআন […]

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

Share the post

Share the postসুবংকর রায়, ইবি প্রতিনিধি : থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভূক্ত তিনটি বিভাগ এবং কলা অনুষদের একটি বিভাগের সমন্বয়ে গঠিত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয় আগামী ১৬ মার্চ দুপুর ১২ টা থেকে ২৮ মার্চ রাত ১২টা পর্যন্ত আবেদন করতে […]