মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

Share the post

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মুন্সী আব্দুল মজিদ এই রায় দেন। এসময় দণ্ডাদেশপ্রাপ্ত আসামি নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করা হয়। নেজাম উদ্দিন ভুজপুর থানার ইসলামাবাদ এলাকার বাসিন্দা।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের দুই ধারায় নেজাম উদ্দিনের সাজা হয়েছে। এর মধ্যে ৯ (১) ধারায় তার যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এছাড়া ৯ (৪) (খ) ধারায় আসামিকে ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দণ্ডাদেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৮ জুন ২০১৯ ভিকটিম শিশুর মা বাড়িতে না থাকার সুযোগে তার জন্মদাতা বাবা শিশুটিকে ধর্ষণ করে। বাড়িতে ফিরে এ ঘটনা জানার পর ভুজপুর থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।

তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ৩০ অক্টোবর আদালতে চার্জশিট দেয়। পরবর্তীতে ২০২০ সালের ৫ মার্চ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

জানা গেছে, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে আদালতে ১১ জন সাক্ষ্য দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]