মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে আমির খশরু

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা তো অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি, নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেয়। আমরা শিল্পখাতে যে চাকরি কর্মসংস্থান হারানো গিয়েছে এবং নতুন কর্মসংস্থানের সৃষ্টির জন্য ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান করার সিদ্ধান্ত সিদ্ধান্ত ও প্রোগাম নিয়েছি। এছাড়া কোনো খাতে কত আত্মকর্মসংস্থান হবে তার উপরে বিস্তারিত কাজ করেছি এবং কিভাবে বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‎বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর বণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপে পরিদর্শনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎পিআর প্রসঙ্গে আমীর খসরু চৌধুরী বলেন— পিআর পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তাদের অধিকার আছে। কিন্তু এটা তো বিএনপির দেয়ার বিষয় না, অন্য দলেরও দেয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায় আমরা যেখানে ঐক্যমত হয়েছি, তার বাইরেও কেউ যদি কিছু চায় তার অধিকার আছে। সেটা করতে হলে জনগনের কাছে যেতে হবে এবং আগামী নির্বাচনে জনগণের ম্যানডেন্ট নিয়ে সেটা সংসদে নিয়ে আসতে হবে।

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন— ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। দেশকে যদি বাঁচাতে হয় এই আপনারা যে কর্মসংস্থানের কথা বলছেন, আইনশৃঙ্খলার কথা বলছেন বিভিন্নভাবে আজকে সবাই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তারা আজকে নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায়, যারা জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। সরকার এবং জনগণের সেতু বন্ধন নেই আমরা আজকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।

‎এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মির্জাপুরে ছেলের হাতে মা খুন; আটক ছেলে ইউনুস

Share the post

Share the postসীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :‎টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের হাতে মার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।‎ ‎তথ্য মতে জানা যায়, ছেলে ইউনুস পিটিয়ে গুরুতরভাবে আঘাত করেন ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি এলাকার লোকজন শুনতে পারলে যুবক পলাতক থাকেন। তবে কি কারণে এইভাবে মাকে […]