মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নে দেশীয় অস্ত্র দিয়ে এক যুবককে হত্যা
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে ফরহাদ নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সোনালিয়া আবুল মার্কেট বাজারে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
নিহতের চাচা হাবিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ফরহাদ কাঠের ব্যবসায় কর্মরত ছিলেন। তিনি একটি চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ করে মতি এসে সরাসরি তাকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে দৌড়িয়ে পালিয়ে। ঘটনা স্থলে সে রক্তাক্তে তার শরীর ভিজে যায়। সেখানে থেকে তাকে চিকিৎসার জন্য কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বাঁশতৈল গ্রামের পিতা: বানিজ উদ্দিন এর ছেলে ফরহাদ (৪০)। দুইটা মেয়ে একটি ছোট ছেলে আছে।
অভিযুক্ত আসামি, উপজেলার বাশতৈল ইউনিয়নের গায়রাবেতিল গ্রামের পিতা: মৃত ইউসুফ মিয়ার ছেলে মতিয়ার ওরফে মতি (৩৫)।
এব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম দৈনিক চ্যানেল ২১ কে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।