মাসিক ১৫ জিবি পাবে চবি শিক্ষার্থীরা

Share the post
ওয়াহিদা নাসরিন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চবি শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিনামূল্যে রবি ও এয়ারটেল গ্রাহকদের ১৫ জিবি ডাটা প্রদান করার সীদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সেবাটি পেতে আগামী ১৭ অক্টোবরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে তবে কিছু শর্ত সাপেক্ষে। গত ৯ অক্টোবর সন্ধ্যা ৮টায় উপাচার্য প্রফেসর ড.শিরীন আখতারের সভাপতিত্বে সকল অনুষদের ডিন ও বিভাগ প্রধানদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল শিক্ষার্থী ও শিক্ষকদের বিনামূল্যে মোবাইল ডাটা প্রদান সংক্রান্ত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত উপস্থিতি অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য মোবাইল ডাটা প্রদানের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় উপাচার্যের ভূয়সী প্রশংসা করেন। সুবিধাটি গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম- ১. শুধু বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা এ সুবিধা পাবেন।
২ . সুবিধাটি পেতে হলে শিক্ষক-শিক্ষার্থীদের রবি অথবা এয়ারটেল সিম থাকতে হবে। ৩. forms.gle/myynHvy6f7RBxCtG7 এ লিংকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। ৪. উক্ত ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধু জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু। ৫. একজন শুধু একটা সিমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ৬. প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে। ৭.বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্বব্যতিরেকে শর্তের ধারা/মোবাইল নাম্বার যুক্ত করা-বাতিল করা /ডাটা প্যাকেজ পরিবর্তন /ডাটা অপব্যবহারকারীর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের অধিকার সংরক্ষণ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]