

ওয়াহিদা নাসরিন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চবি শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিনামূল্যে রবি ও এয়ারটেল গ্রাহকদের ১৫ জিবি ডাটা প্রদান করার সীদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সেবাটি পেতে আগামী ১৭ অক্টোবরের মধ্যে রেজিষ্ট্রেশন করতে বলা হয়েছে তবে কিছু শর্ত সাপেক্ষে। গত ৯ অক্টোবর সন্ধ্যা ৮টায় উপাচার্য প্রফেসর ড.শিরীন আখতারের সভাপতিত্বে সকল অনুষদের ডিন ও বিভাগ প্রধানদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক সকল শিক্ষার্থী ও শিক্ষকদের বিনামূল্যে মোবাইল ডাটা প্রদান সংক্রান্ত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সম্মানিত উপস্থিতি অনলাইন শিক্ষা কার্যক্রমের জন্য মোবাইল ডাটা প্রদানের উদ্যোগ গ্রহণ করায় মাননীয় উপাচার্যের ভূয়সী প্রশংসা করেন। সুবিধাটি গ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন ও ব্যবহারের নিয়ম- ১. শুধু বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা এ সুবিধা পাবেন।
২ . সুবিধাটি পেতে হলে শিক্ষক-শিক্ষার্থীদের রবি অথবা এয়ারটেল সিম থাকতে হবে। ৩. forms.gle/myynHvy6f7RBxCtG7 এ লিংকে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে। ৪. উক্ত ডাটা দিয়ে ব্যবহার করা যাবে শুধু জুম, গুগল ড্রাইভ, বিডি রেন, হোয়াটসঅ্যাপ, চবি ওয়েবসাইট, হটমেইল এবং ইয়াহু। ৫. একজন শুধু একটা সিমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ৬. প্রথম মাসের অব্যবহৃত ডাটা পরবর্তী মাসে যুক্ত হবে। ৭.বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্বব্যতিরেকে শর্তের ধারা/মোবাইল নাম্বার যুক্ত করা-বাতিল করা /ডাটা প্যাকেজ পরিবর্তন /ডাটা অপব্যবহারকারীর ব্যাপারে সিদ্ধান্ত গ্রহনের অধিকার সংরক্ষণ করেন।