মালয়েশিয়ার পতিতালয়ে বাংলাদেশিসহ ৪৮ জন বিদেশি নাগরিক আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। 

Share the post
মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়াঃ মালয়েশিয়ার কুচাই লামা এবং শ্রী পেটালিং-এ পতিতালয়ে বাংলাদেশিসহ ৪৮ জন বিদেশি নাগরিক আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।
২৬ মে ২০২৫ তারিখে কুচাই লামা এবং শ্রী পেটালিং-এর দুটি প্রাঙ্গণে অভিযান চালায় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ , যেখানে পুরুষদের সেলুনের কার্যকলাপের পিছনে গোপন যৌন পরিষেবা প্রদানের অভিযোগ রয়েছে। ৫৯ জনকে পরীক্ষা করা হয়, এবং ফলস্বরূপ ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং লাওসের ৪৮ জন বিদেশী নাগরিককে বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য আটক করা হয়। ‘রক্ষী’ হিসেবে কাজ করার সন্দেহে তিনজন স্থানীয় পুরুষকেও গ্রেপ্তার করা হয়েছে।
WeChat অ্যাপ্লিকেশনের মাধ্যমে মাধ্যমে অর্ডার দেওয়া হয়।যেখানে বিদেশী নারীদের একটি ক্যাটালগ গ্রাহকদের কাছে পাঠানো হয়। এবং পরবর্তীতে গোপন রুমে কার্যকলাপ করা হয়।
এই প্রাঙ্গণটি বিকাল ৩টা থেকে রাত ২টা পর্যন্ত খোলা থাকে এবং প্রতিদিন ১,৫০০ রিঙ্গিত পর্যন্ত মুনাফা অর্জন করে বলে মনে করা হয়।
অভিবাসন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, অভিবাসন বিধিমালা ১৯৬৩ এবং অভিবাসীদের পাচার ও চোরাচালান বিরোধী আইন ২০০৭ (ATIPSOM) এর অধীনে অপরাধ সংঘটিত হওয়ার প্রমাণ পাওয়া গেলে বিভাগটি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

মালয়েশিয়ার পুলিশ (PDRM) এক নিরাপত্তা অভিযানে ৩৬ জন সন্ত্রাসবাদ  উগ্র চরমপন্থী গোষ্ঠী বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে।

Share the post

Share the post মো:নুরুল ইসলাম সুজন মালয়েশিয়া: মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। উগ্রবাদী মতাদর্শ এবং সন্ত্রাসবাদে সম্পৃক্ত একটি চরমপন্থি গোষ্ঠীর সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ জুন) মালয় মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এ তথ্য নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার […]

মালয়েশিয়ার জনসাধারণের অভিযোগে (০৯)নয়টি অবৈধ কারখানায় অভিযান।আটক ৫৭ জন।

Share the post

Share the post মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া প্রতিনিধিঃ কাজাং-এ ৯টি অবৈধ কারখানায় বিদেশি কর্মী নিয়োগ – ইমিগ্রেশন বিভাগের অভিযান। ২০২৫ সালের ২৮ মে কাজাং, সেলাঙ্গরে অবস্থিত ৯টি অবৈধ কারখানায় একযোগে অভিযান চালায়, যেখানে অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ করা হচ্ছিল। এই অভিযান সকাল ১১টায় শুরু হয় এবং এতে পুত্রজায়ায় অবস্থিত ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তর থেকে বিভিন্ন পদমর্যাদার […]