মায়ের হাতের রান্না, সন্তান পৌঁছে দিচ্ছে ভাসমান মানুষের হাতে।
ফেনীর ছাগলনাইয়ায় কামরুলের মায়ের হাতের রান্নায় সেহেরী পাচ্ছে ভাসমান মানুষ। টানা ১৮ দিন ধরে কার্যক্রম চলছে। উদ্যেক্তা কামরুল জানায়, তাঁর মায়ের এই নিরলস ত্যাগি মানসিকতার জন্যই এ অসাধ্য সাধন হয়েছে।

সারাদিন রোজা রেখেও আম্মু যেভাবে যত্ন করে রান্না করেন তাতে অবাক হতেই হয়। কামরুল তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া চায়। কামরুল জানায়, আর্থিক অসুবিধার জন্য ভাসমান মানুষদের খাবার দেওয়ার প্রকল্পটি বারবার বন্ধ হবার উপক্রম হলেও আল্লাহর রহমতে টানা ১৮ দিন এটি ধারাবাহিকভাবে চলছে।

আর্থিক সমস্যা মিটে গেলে ধারাবাহিকভাবে এটি চালু রাখারও আশাবাদ ব্যক্ত করেন কামরুল। ১৮তম দিনের বিতরণে উপস্থিত ছিলেন এই কার্যক্রমের অন্যতম সহযোগী টাউন ফার্মেসির সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম। আরিফ জানান, কামরুল ও তাঁর মায়ের এমন কার্যক্রমে তিনি মুগ্ধ। সামর্থ্যবানদের তিনি কামরুলদের পাশে দাঁড়ানোরও আহবান জানান। উল্লেখ্য ছাগলনাইয়া পৌরসভার মেয়র জনাব এম মোস্তফা এ কার্যক্রম সম্পর্কে অবগত আছেন। এবং মাঝে তিনিও কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন।