

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড (গচ্ছাবিল) বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) গচ্ছাবিল বাজারে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা বেগম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মুসলেম উদ্দীন ও উপজেলা বিএনপির নেত্রী কাঞ্চন মালা।
সভায় বিগত আওয়ামী শাসনামলের নানা কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে সভায় বক্তারা বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি ক্ষমতায় এলে এদেশের মানুষের কল্যাণে কাজ করবে। তাই মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে ক্ষমতায় আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।