মানবতার ফেরিওয়ালা টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন
মানবতার ফেরিওয়ালা টেকনাফ উপজেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।এতে সাহিল আহমেদ সভাপতি, ওয়াফা আক্তার সহ সভাপতি, জসিম উদ্দিন জনি সহ সভাপতি।
সাধারণ সম্পাদক মোঃ জাহেদ (সাকি),যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন রিয়া তাফু , যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দুল ইসলাম বাপ্পি , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রহিম ,প্রচার সম্পাদক ফারুকুর রহমান , দপ্তর সম্পাদক মোঃ নেজাম,অর্থ সম্পাদক নুর কামাল,এবং মোঃ জাহাঙ্গীর, আর মোঃ মুজিবকে, সদস্য করে ১২ বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন।
মঙ্গলবার (২১এপ্রিল ) সন্ধ্যায় মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী এক বছরের জন্য মানবতার ফেরিওয়ালা টেকনাফ উপজেলাশাখা কমিটির অনুমোদন দেওয়া হয়।
চলতি মাহে রমজান মাসে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের পাশে থেকে মানবতার ফেরিওয়ালা সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মশিউর রহমানের উপহার সামগ্রী পৌছে দিয়ে “তরুণ প্রজন্মের অঙ্গিকার মানবতার জয়গান ” শ্লোগান বাস্তবায়নে নবগঠিত মানবতার ফেরিওয়ালা টেকনাফ উপজেলার নেতৃবন্দ অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দেরা জানান,
তরুণ প্রজন্মের অঙ্গিকার মানবতার জয়গান স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন মানবতার ফেরিওয়ালা টেকনাফ উপজেলায় হতদরিদ্র পরিবার সহ গরীব অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজে সর্বদা নিয়োজিত থাকবো সে সাথে মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।