মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ।

Share the post
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা  শ্রীপুর উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ সব্দালপুর ইউনিয়ন  মাধ্যমিক  বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। বিদ্যালয়ের সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষক মো: তানভীর আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০০৪-০৫ সেশনের সাবেক এ মেধাবী শিক্ষার্থী বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যবাহী মিশনারী প্রতিষ্ঠান সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের (১৮৮২ সালে প্রতিষ্ঠিত) রসায়ন বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৮-২০২০ মেয়াদে উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ও তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকার রসায়ন বিভাগের প্রভাষক পদে কর্মরত ছিলেন।
মোঃ তানভীর আহমেদ ছাত্র জীবনে একজন খ্যাতিমান বিতার্কিক ছিলেন। তিনি Dhaka University Debating Society (DUDS) এ আন্তর্জাতিক সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ সভাপতি (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ডিবেটিং ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।ছোট বেলা থেকেই মেধার স্বাক্ষর রেখে ২০০২ সালে অনুষ্ঠিত SSC পরীক্ষায় শ্রীপুর থানায় সর্বোচ্চ GPA অর্জন করেছিলেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের A unit এর ভর্তি পরীক্ষায় ৪৫২ তম স্থান দখল করে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। ফজলুল হক মুসলিম হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঠাগার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পারিবারিক জীবনে তিনি বর্তমানে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, শ্রীপুর থানার আহবায়ক, ফাইম রেজা প্রিন্স এর ছোট ভাই।
গত ২০২৫ সালের ১৩ মার্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড যশোর কর্তৃক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত একটি পত্রে মোঃ তানভীর আহমেদ কে সভাপতি হিসেবে অনুমোদন দেয়া হয়। পত্রে উল্লেখ করা হয়েছে কমিটি অনুমোদন ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য এ কমিটি বলবৎ থাকবে, এর মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করতে হবে।
এডহক কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাধারণ শিক্ষক সদস্য জনাব গোলাম মোহাম্মদ মহিউদ্দিন, অভিভাবক সদস্য জনাব শাপলা খাতুন। সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো. তানভীর আহমেদ বলেন, আমাকে সভাপতি পদে দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চেষ্টা করবো সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেনো প্রকৃত শিক্ষা মাধ্যমে ভালো মানুষ হয় এবং বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিজেদেরকে যুক্ত করতে পারে।  এজন্য আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলীসহ অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]