

মোঃ আদিব রহমান(মাভাবিপ্রবি প্রতিনিধি): মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রত্তর স্থাপন করেন। দিবসটি উপলক্ষে ১২ অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে সীনিত আকারে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ।সকাল ১০ টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করা হবে। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্কী উদ্বোধন করা হবে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমানের মু্্যরাল ও মওলানা ভাসানীর মাজারে পুস্তক অর্পণ করা হবে।বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।