ময়মনসিংহের ভালুকাই ডাকাতী প্রস্তুতি মামলায় ০৬ জন আসামী গ্রেফতার

Share the post
হৃদয় আহমেদ ভালুকা:অদ্য ০৯/০৯/২০২৫ ইং তারিখ রাত ০৪.০৫ ঘটিকার সময় ভালুকা থানার কাঠালী সততা ফিড মিলের সামনে একদল ডাকাত সমবেত হইয়া বিভিন্ন বসত বাড়ি ও গরুর খামারে ডাকাতির প্রস্তুতি গ্রহণ কালে এসআই (নিঃ) গোবিন্দ দাস ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান করিয়া আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (৩৮), পিতা-মোঃ মনিরুল ইসলাম, মাতা-মৃত হেনা বেগম, সাং-সিন্দুরখান রোড,  ৩। মোঃ মনির হোসেন (২৮), পিতা-জাবেদ আলী, মাতা-রাহেলা বেগম, সাং-শাহীবাগ, উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,  ৩। মোঃ শাজাহান মিয়া (২৭), পিতা-মৃত হাসান আলী, মাতা-জাবেদা খাতুন, সাং-গনশ্যামপুর, খানা-চুনারুঘাট ৪। শিপন মিয়া (২৩), পিতা-সুজন দিযা, মাতা-সাজনা বেগম, সাং-ফরিদপুর, থানা-নবিগঞ্জ, উভয় জেলা-হবিগঞ্জ, ৫। মোঃ আব্দুল মমিন রুমন (২৪), পিতা-মোঃ মাখন মিয়া, মাতা-মোঘ্যঃ ফেরদৌসি বেগম, সাং-গমশ্যামপুর, খানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ৬। শহিদুল ইসলাম (৩০), পিতা-মোঃ আব্দুল কাদের, নাতা-সুলেখা খাতুন, সাং-ঝিগারগাদিয়া, খানা-ধোবাউবা, জেলা-ময়মনসিংহ দেরকে ১। ২টি ধারালো দা, ২। ২ টি কালো রংয়ের ছোট বড় চায়না টর্চ লাইট, ৩। ১টি হেক্সো ব্লেড, ৪। ১টি লোহার পাইপ, যাহার লম্বা অনুমান ২০ (বিশ) ইঞ্চি, ৫। ১টি লম্বা রশি, যাহার দৈর্ঘ্য অনুমান ১০ ফিট, ৬। ডাকাতি কাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি সহ হাতে নাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ভালুকা মডেল থানার মামলা নং- ১৭, তারিখ-০৯/০৯/২০২৫ইং, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড১৮৬০; মুলে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিং):গত ১৭ ও ১৮ মে দৈনিক স্বদেশ প্রতিদিন, আমার বার্তা ও আজকের দর্পনসহ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পত্রিকায় “ভালুকায় জালিয়াতের মাধ্যমে ভূমি নামজারির অভিযোগ” শিরোনামে একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রীমহল আমার সম্মান হানির জন্য এমন সংবাদ প্রকাশ করিয়েছে। আমার পিতা […]

ভালুকায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

Share the post

Share the postআল আমিন, ভালুকা (ময়মনসিংহ):ময়মনসিংহের ভালুকায় দুই মাসের বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস এবং চাকরিচ্যুত শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১২ মে) দুপুর ১২টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঠালী পল্লী বিদ্যুৎ এলাকায় তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের […]