

মোঃ সামিরুজ্জামান প্রতিনিধি:ভোলা জেলার মনপুরা উপজেলায় আলোচিত ছাত্রদল নেতা রাশেদ হত্যা মামলার প্রধান চার আসামিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত রাশেদ ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গত ১৯ মার্চ পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন বেড়িবাঁধের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ঢাকায় চিকিৎসার জন্য নেওয়ার পথে রাশেদ মারা যান।
এই ঘটনায় নিহতের ভাই মনপুরা থানায় ২০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়। তারা হলেন—মো. রহিম মিজি (৩৫), মো. জসিম উদ্দিন মিজি (৩৬), পল্লী চিকিৎসক আল-মামুন (৩৫) এবং চৌকিদার আল-আমিন (৩৮)।
তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মনপুরা থানা পুলিশের একটি টিম রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. গিয়াস উদ্দিন মিজি (৪০), ৩ নম্বর আসামি মো. হালিম মিজি (৩০), এবং ৪ নম্বর আসামি মো. করিম মিজি (৩২)–কে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির।
বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হবে।এ ঘটনার পর ছাত্রদল নেতা রাশেদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।