ভোলার লালমোহনে চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে জখম
লালমোহন (ভোলা):ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নে এক নির্মাণকর্মীকে চাঁদা না দেওয়ায় পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তি মো: রমজান মাতব্বর,মৃতঃ মতিন মাতব্বরের ছেলে। তিনি বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গজারিয়ার ৮ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির জনাব নসু মিয়া দপ্তরির ছেলে মো: রাকিব এবং পঞ্চায়েত বাড়ির মৃতঃ মো: আবুর ছেলে মো: ছালামিন এ হামলা চালায়। অভিযোগ রয়েছে, ছালামিন ঢাকার কুরিল বস্তিতে বসবাস করলেও এলাকায় কুখ্যাত চোর হিসেবে পরিচিত এবং নিয়মিত মাদক ব্যবসা ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত।
সম্প্রতি ঈদ উপলক্ষে রমজান মাতব্বর নিজ বাড়িতে আসেন। তিনি ঢাকার বসুন্ধরার বসুমতী বাজার এলাকায় সিটি করপোরেশনের একটি প্রকল্পে কাজ করেন। ছালামিন ও রাকিব ধারণা করে, রমজানের কাছে মোটা অঙ্কের টাকা রয়েছে এবং তাকে লক্ষ্য করে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হামলা চালিয়ে আহত করে।
স্থানীয়রা জানান, ছালামিন সম্প্রতি এলাকায় ফিরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডে আবারও সক্রিয় হয়ে ওঠেছে।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।