ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ সামিরুজ্জামান ,প্রতিনিধি, চ্যানেল ২১ : ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ভোলায় অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি।আজ সকাল ১১টায় ভোলা শহরের হাটখোলা জামে মসজিদের সামনে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট’-এর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব মো. রাইসুল আলম, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজি, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক, জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন, জেলা জামায়াতের আমির, খেলাফত মজলিস ভোলা জেলা শাখার সভাপতি সহ জেলার বিভিন্ন আলেম-ওলামাগণ।
বক্তারা বলেন, “ইসরায়েলের অব্যাহত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর ভূমিকা প্রয়োজন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই একমাত্র ন্যায়সংগত সমাধান।”