ভোলায় জাতীয় ছাত্র সমাজের মোটরসাইকেল শোডাউন, আন্দালিব রহমান পার্থকে বিজয়ী করার আহ্বান

Share the post

মোঃ সামিরুজ্জামান,  প্রতিনিধি, চ্যানেল ২১: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের উদ্যোগে ভোলায় এক জাঁকজমকপূর্ণ মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোডাউনটি জেলা কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে রূপ নেয়।

শোডাউনে ভোলা জেলা, উপজেলা ও পৌর ছাত্র সমাজের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সদর উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ পারভেজের নেতৃত্বে শোডাউনে উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন, সদস্য ইমরোজ আলম টিমন, সদর উপজেলা ছাত্র সমাজের সদস্য মোঃ খোকন, মোহাম্মদ হাশেম, মোঃ শাওন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ শাকিল, মোঃ বাহার, মোঃ আকবর, মোহাম্মদ রিয়াজ, মোঃ আজাদ, মোঃ টিটু, মোঃ সোহেল। এছাড়া পৌর ছাত্র সমাজের আহ্বায়ক মোঃ রুবেল, সদস্য সচিব সাজিদ, সদস্য মেহেদী হাসান, আব্দুর রব রুমন, মোহাম্মদ আকিল এবং ভোলা কলেজ ছাত্র সমাজের আহ্বায়ক মোহাম্মদ কায়েসসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

শোডাউন শেষে সমাবেশে বক্তারা ঘোষণা দেন, ভোলা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিজয়ী করতে হবে যেকোনো মূল্যে। তারা বলেন, পার্থ নির্বাচিত হলে ভোলার দীর্ঘদিনের অবহেলিত ও অসমাপ্ত সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

নেতারা আরও জানান, সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্র সমাজের উদ্যোগে শক্তিশালী কমিটি গঠন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী নির্বাচনে সংগঠিত প্রচারণা চালিয়ে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভোলায় শারদীয় দুর্গাপূজা পরিদর্শন, অনুদান ও শাড়ি বিতরণ করলেন বিএনপি আলহাজ্ব হাফিজ  ইব্রাহিম।

Share the post

Share the postমোঃরাশেদ খান ,ভোলা :শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার (১ অক্টোবর) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি এসব এলাকায় পরিদর্শনকালে পূজামণ্ডপ কমিটি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তিনি ব্যক্তিগত অর্থায়নে […]

ভোলায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ কোস্ট গার্ড

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি  ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কইলাঘাট সরদার প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে  স্থানীয় ৩৮৫ জন অসহায়, দরিদ্র, দুস্থ ও শিশুরা চিকিৎসা গ্রহণ করেন এবং […]