ভোট কেন্দ্র যেন পরিণিত হয়েছে মিলন মেলায়
আল হাবিব,সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই পৌরসভায় সকাল ৮ টা থেকে ইভিএম এর মাধ্যমে শুরু হয়েছে ভোট গ্রহণ। ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে নারী ভোটারের সংখ্যা চৌখে পড়ার মত, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভোট কেন্দ্র যেন পরিণিত হয়েছে মিলন মেলায়। কথা হয় নারী ভোটারদের সাথে নারী ভোটাররা জানান, ১৮ বছর পূর্ণ হওয়ার পর থেকে ভোট দিয়ে আসছি কাগজের উপর সীল মেরে ঐ বছরও ভোট দেওয়ার কোন আগ্রহ ছিল না কিন্তু যখন শুনেছি দিরাই পৌরসভায় ইভিএম এর মাধ্যমে ভোট হবে তখন ভোট দেওয়ার আগ্রহ বেরে গেলে তাই আমরা বান্ধবী সবাই মিলে ভোট দেওয়ার জন্য আসছি। নারী ভোটার আয়েশা বেগম জানান, টিভি খুললেই দেখতাম খবরে দেখাচ্ছে ইভিএম এর মাধ্যমে ভোট হচ্ছে তখন ছেলে মেয়েদের জিজ্ঞেস করতাম ইভিএম কি তখন ছেলে মেয়েরা আমাকে বুজিয়ে বলত। আজ সেই ইভিএম এর মাধ্যমে ভোট দিতে পেরে খুব আনন্দিত লাগছে। নারী ভোটার শামসুন নাহার জানান, ভোট দিতে আসার কারণ হচ্ছে সংসার ছেলে মেয়ে আর পরিবারের রেখে বাসা থেকে বের হওয়া সম্ভব হয়না আজকে ভোট দিতে এসে ছোট বেলার অনেক প্রিয় বান্ধবীদের সাথে দেখা হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আরেক নারী ভোটার সুলতানা খানম জানান, ছোট মেয়েকে সাথে নিয়ে এসেছি দুইটি কারণে প্রথমটি হচ্ছে ইভিএম এ জীবনের প্রথম ভোট দিলাম আর দুই নাম্বার কারণ হচ্ছে সবার সাথে দেখা হওয়া কথা হওয়া কারণ সব সময় ত আর সবাই একসাথে হওয়া সম্ভব না। উল্লেখ্য দিরাই পৌরসভার ২১ হাজার ৩৭৯ জন ভোটার আজ ২৮ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে ভোট দেবেন।