ভারতকে বাদ দিয়ে অবাধ বাণিজ্য চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক : গত আট বছর আগে ২০১৩ সালে ভারতই রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি-এর মাধ্যমে আঞ্চলিক অবাধ বাণিজ্যের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বছর খানেক আগে একাধিক বিষয়ের ফয়সালা না হওয়ায় চুক্তি-পর্ব থেকে ওয়াকআউট করেছিল ভারত।
এবার ভারতকে বাদ দিয়েই অবাধ বাণিজ্য চুক্তি করল চিন-সহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ১৫টি দেশ। তবে ভারত এই চুক্তিতে স্বাক্ষর না করলেও দিল্লির জন্য পথ খোলা রাখা হয়েছে। প্রয়োজনে পরেও এই চুক্তিতে যোগ দিতে পারবে ভারত। ভারত চুক্তিতে অন্তর্ভুক্ত হতে লিখিত আবেদন করলে তা নিয়ে আলোচনা করা হবে।
এই চুক্তিতে আশিয়ান গোষ্ঠীভুক্ত যে দশটি দেশ রয়েছে সেগুলি হল-ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ,ফিলিপিনস ,সিঙ্গাপুর ,থাইল্যান্ড ,ভিয়েতনাম ,মায়ানমার, লাওস ,ব্রুনেই, কম্বোডিয়া। এগুলি ছাড়া রয়েছে চিন ,জাপান ,দক্ষিণ কোরিয়া ,অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড।
এই সব দেশগুলিতে বাস করেন গোটা বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ লোক আর মোট জিডিপির ২৯ শতাংশ আসে এইসব দেশগুলিতে থেকেই। এবারে এই চুক্তির মাধ্যমে তাদের মধ্যে বাণিজ্য কর কম লাগবে এবং তা এই করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে কিছুটা স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত বছর খানেক আগে আরসিইপি নিয়ে আলোচনা থেকে সরে এসে ছিল ভারত। কারণ প্রধানত আশঙ্কা ছিল, এইভাবে কম শুল্কে বিদেশি পণ্য ভারতে ভিতরে ঢুকে যাবে। তার ফলে মার খেতে পারে দেশিয় শিল্প।
যদিও ভবিষ্যতে ভারত তাদের সঙ্গেই থাকবে বলে আশা করছে বিভিন্ন দেশ। তবে এই চুক্তিতে চিনের প্রভাব বেশি থাকায় এবং সীমান্ত নিয়ে উত্তেজনা থাকায় ভারতের পক্ষে আদৌ যোগ দেওয়া কতটা সম্ভব হবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে।
কলকাতা /সি21