

মোঃ মুনির ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য এবং অরুযাইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের সভাপতি আহসান উদ্দিন খান শিপন বলেছেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নেতাকর্মীরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পেরেছেন।
তিনি বলেন, “ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের সময় বিএনপির নেতাকর্মীরা টানা ১৭ বছর নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে প্রাণবন্তভাবে ঈদ উদযাপন করতে পারেননি। তবে এবার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারমুক্ত পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে সক্ষম হয়েছি।”
ঈদের নামাজ প্রসঙ্গে তিনি আরও বলেন, “নিজ গ্রামে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত অনুভব করছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”