ব্যক্তিক্রমী উদ্দ্যেগ রাস্তায় ইফতার বিতরন করছেন তরুন সমাজসেবক নিজাম শাহারিয়ার
চট্টগ্রাম প্রতিনিধি(সাকিব আহমেদ নাবীন): ব্যক্তিক্রমী উদ্দ্যেগ রাস্তায় ইফতার বিতরন করছেন তরুন সমাজসেবক নিজাম শাহারিয়ার প্রতিদিন এর ন্যায় আজকেও নগরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে রোজাদার পথচারীদের ইফতার বিতরন করেন তরুন সমাজসেবক নগর ছাত্রলীগ নেতা নিজাম শাহারিয়ার।নিজের ব্যক্তিগত উদ্দ্যেগে এই কাজ করছেন বলে জানান।এইভাবে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।