বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালী পৌরসভার ১নং ওয়ার্ডে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রি বিতরণ করা হয়। বুধবার (২২ এপ্রিল) বিকেলে পশ্চিম কধুরখীল স্কুল এন্ড কলেজ এর হলরুমে ১৪০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর এ ত্রাণ উপহার চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য অালহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ’র দিক নির্দেশনা মোতাবেক এই ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে বলে জানান পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান। সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, স্থানীয় কাউন্সিলর রেহেনা আকতার পারভিন প্রমুখ।