বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার পরিবারকে হুমকি হেনস্তা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজুয়ান আহমেদ নাইমের পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র, হুমকি, হেনস্তা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার দুপুরে নাচোল ডাকবাংলোতে এই সংবাদ সম্মেল অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠ তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবি জানান, ঢাকার গুলশান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেজুয়ান আহমেদ নাইম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাচোলের খেসবা গ্রামে প্রতিবেশী আনারুল ইসলাম কয়েক মাস ধরে আমাদের বসতবাড়ির জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করছে।

এনিয়ে এসিল্যান্ড অফিসে অভিযোগ দিলে কাজ বন্ধের নির্দেশ দেয়। মৌখিকভাবে আমার বাবা বাধা দিতে গেলে মারধরের চেষ্টা, প্রাণনাশের হুমকি দেয় আনারুল, তার ভাই মনিরুল ও তাদের লোকজন। এনিয়ে থানায় জিডি করা হলেও এখনও হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে তারা।

তিনি আরও বলেন, গত ২৬ মে গভীর রাতে নিজেদের গোয়াল ঘরে আগুন লাগিয়ে আমার পরিবারের নামে আগুন দেয়ার মিথ্যা বানোয়াট অভিযোগ দিচ্ছে তারা। এমনকি আমার পরিবারের বিরুদ্ধে নানারকম মিথ্যা অপবাদ দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে আমাদের জমি দখলকারী আনারুল ও তার লোকজন। ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচারের দাবি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেজুয়ান আহমেদ নাইম।

সংবাদ সম্মেলনে রেজুয়ান আহমেদ নাইমের বাবা মাহিদুল ইসলাম বলেন, আমাদের জমি দখল করে দোকানঘর নির্মাণে মৌখিকভাবে বাঁধা দেয়ায় নানারকম ভয়ভীতি ও হুমকি দিচ্ছে প্রতিবেশী আনারুল ও তার লোকজন। থানায় জিডি করার পর পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতিতেও আমাদেরকে মারধর করতে আসে ও হুমকি দেয় তারা। আমার ছেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। অথচ আমাদেরকে পতিত সরকারের সাথে সম্পৃক্ততার মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানী করছে তারা। আমাদের মানহানি করতে এসব করা হচ্ছে। এনিয়ে সুষ্ঠ তদন্ত দাবি করছি। তদন্তে আমাদের কোন দোষ পেলে নিজেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক রেজুয়ান আহমেদ নাইমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন৷ এনিয়ে অভিযোগ অস্বীকার করে আনারুল ইসলাম বলেন, আমাদের নিজের জায়গায় আমরা দোকানঘর নির্মান করছি। কিন্তু মাহিদুল ইসলামের বাধার কারনে তা করতে পারছি না। এসিল্যান্ড, থানায় অভিযোগ দিয়েও কোন কুলকিনারা করতে না পেরে গত ২৫ মে দোকানের মালামাল থাকা গোয়ালঘরে থাকা আগুন দিয়েছে তারা।

এনিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রাতে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এনিয়ে তদন্তকাজ চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের মাহিদুল ইসলামের পক্ষে থানায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। যার তদন্তককাজ চলমান রয়েছে।

নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুলতানা রাজিয়া মুঠোফোনে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে একটি অভিযোগ ছিল। সরেজমিনে পরিদর্শন করে পরে জানা যায়, বসতবাড়ির সামনে থাকা সড়কের জায়গায় দোকানঘর নির্মাণ করছে একটি পক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পূজা মন্ডপ পরিদর্শনে চেয়ারম্যান প্রার্থী, আয়েন উদ্দিন”

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ নিয়ামতপুর উপজেলার সীমন্তপুর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান প্রার্থী আয়েন উদ্দিন আহমেদ। গেল বুধবার (১অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি ইউনিয়নের সকল পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনকে সফল ও সার্থক […]

দুর্গাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির ঘোষণা

Share the post

Share the postতোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) অন্তর্ভুক্তি, টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিতকরণ, ১৪তম গ্রেড প্রদান ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে আবারও কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ হেলথ […]