বিশেষ দিন, বিশেষ বার্তা — উদযাপিত হলো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

Share the post
মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) আজ তার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে এক গৌরবময় ও আবেগঘন পরিবেশে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়েই দেশের অন্যতম একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।
আজ ৫ই জুন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে প্রতিষ্ঠানটির অতীত, বর্তমান এবং ভবিষ্যতের দিকনির্দেশনা।
শুভেচ্ছা বাণীতে জানানো হয়, ১৭ বছরের যাত্রায় পাবিপ্রবি জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠান আজ দেশের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বাণীতে বিশেষভাবে উল্লেখ করা হয় যে, পাবিপ্রবিকে একটি ‘সেন্টার অফ এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার দিকেই এখন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুধু একাডেমিক শিক্ষায় নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব এবং সামাজিক দায়বদ্ধতায় গড়ে তুলতে বদ্ধপরিকর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বার্তায় বলা হয়, জ্ঞান ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি আলোকিত সমাজ গড়ার পথে কাজ করে যাচ্ছে পাবিপ্রবি। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ভবিষ্যতের রাষ্ট্রনায়ক, গবেষক, উদ্যোক্তা ও মানবতার কান্ডারীদের দেখা যাচ্ছে বলে আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে আহ্বান জানানো হয় যে, সকলে মিলে বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে অবদান রাখুক এবং একটি আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাক।
১৭ বছরের গৌরবময় যাত্রায় পাবিপ্রবি আজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং হয়ে উঠেছে একটি আলোর মশাল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি শুধু উদযাপন নয়, বরং ভবিষ্যতের নতুন উচ্চতায় পৌঁছানোর প্রতিশ্রুতির দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

‎পাবিপ্রবির চাপাইনবাবগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে ইমরান ও রাশিদুল।

Share the post

Share the post মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির যাত্রা শুরু করেছে “চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি”। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং জেলার প্রতিনিধিত্ব নিশ্চিত করতেই এ সমিতির নতুন কমিটি প্রদান করা হয়েছে। ‎সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনাসভা […]

পাবনার সর্বকনিষ্ঠ শহীদ নিলয়ের কবর জিয়ারত করলেন পাবিপ্রবি উপাচার্য

Share the post

Share the post মনিরুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:জুলাই স্মৃতি স্বরণে মাসব্যাপী নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে পাবিপ্রবি প্রশাসন। তারই অংশ হিসেবে জুলাই বিপ্লবে পাবনার সর্বকনিষ্ঠ শহীদ মাহবুব হাসান নিলয়ের কবর জিয়ারত করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল। রবিবার (৬ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, […]