বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেমদের পাশে মোঃ ইখতিয়ার হোসেন রনি
চট্টগ্রাম প্রতিনিধি: সাধ আছে সাধ্য অনেক কম। ইচ্ছা শক্তি থাকলে বিভিন্নভাবে মানুষের পাশে থাকা যায় সেটা নিজের টাকায় হোক কিংবা অন্যের সহযোগিতার মাধ্যমে। এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে পেরেছি এটাই আমার স্বার্থকতা।

অর্থ সম্পদ তেমন কিছুই নেই, তেমন সুযোগ সুবিধা ও পাওয়ার সৌভাগ্য হয়তো আমার নেই তবুও ইচ্ছা শক্তি থেকে বিভিন্ন ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাতের অন্ধকারে পরিচয় গোপন রেখে মধ্যবিত্তদের মাঝে খাবার বিতরণ করেছি। চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছি।

সামাজিক দায়িত্ববোধ থেকে কাজ কাজ করে যাচ্ছি। মৃত্যু কখন কীভাবে হবে তা কেউ বলতে পারে না। মানুষ তার কর্মের মাধ্যমে চিরকাল বেঁচে থাকে এটাই আমার বিশ্বাস ও শক্তি।