বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, দুই সহোদরসহ ৩ জন আটক
আশিকুর রহমান, নরসিংদী :নরসিংদীর সদর উপজেলার শীলমান্দি এলাকা হতে বিদেশি পিস্তল-গুলিসহ দুই সহোদর সহ তিন সন্ত্রাসীকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
সোমবার (২৬ মে) দুপুরে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেন। আটকৃতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি গ্রামের বিল্লাল হোসেনের দুই ছেলে সাব্বির হোসেন (২০) ও লোকমান হোসেন (২৪) এবং একই গ্রামের মজনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৫)। এসময় তাদের কাছ থেকে ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকায় অবস্থিত পাকিজা স্পিনিং মিলের সামনে বিল্লাল হোসেনের বাড়ির ভিতরে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক অজিত চন্দ্র বর্মন ও সহকারী উপপরিদর্শক জসিম উদ্দিনের সমন্বয়ে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে সাব্বিরের দেহ তল্লাশি করে তার কোমরে গোঁজা অবস্থায় ম্যাগজিন সহ একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, গোপন সূত্রে জানতে পারা যায় যে দক্ষিণ শীলমান্দি এলাকার বিল্লাল হোসেনের বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অপরাধ সংগঠিত করার লক্ষ্যে জড়ো হয়েছেন। এমন সংবাদের ভিত্তিতে অপরাধীদের গ্রেপ্তার করার লক্ষ্যে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে ইটালির তৈরি অত্যাধুনিক ম্যাগজিন, গুলিসহ ১টি বিদেশি পিস্তল ৩ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হই। তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নানের নির্দেশে মাদক ও অস্ত্র উদ্ধার, চুরি ডাকাতি, ছিনতাই রোধ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার সহ সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জিরো টলারেন্সে অব্যাহত রয়েছে।