বিজয়নগরে প্রবাসী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় প্রবাসী ও গুণীজন সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) বেলা ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার ১ম বর্ষপূর্তি ও হিফজ বিভাগের নতুন ভবন উদ্ভোধন উপলক্ষে প্রবাসী ও গুণীজন সংবর্ধনার আয়োজন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
সাটিরপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রউফ’এর সভাপতিত্বে ও রেজুয়ান আহমেদ মেম্বারের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরিওয়ালা দানবীর সৌদিআরব প্রবাসী ব্যবসায়ী হুমায়ূন কবির।
অনুষ্টানে সহ-সভাপতিত্ব করেন আবুল ফজল সরদার, সভারত্ন হিসেবে উপস্থিত ছিলেন চম্পকনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান হামিদুল হক হামদু।
অনুষ্টানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সুপারেন্টেন্ড সাদিকুল ইসলাম এবং শিক্ষক নুরুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব ডিগ্রি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম,সিরাজুল ইসলাম,কবির আহমেদ মোল্লা,রুবেল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন,প্রতিষ্ঠার পর মাত্র এক বছরে অনেক উন্নয়ন হয়েছে মাদ্রাসার। যা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমাকে আপনারা প্রধান অতিথি করেছেন,তাতে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই মাদ্রাসার উন্নয়ন কাজের জন্য আমার পক্ষ থেকে এক লক্ষ টাকা দিলাম।সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানবিক কাজে সব সময় নিজেকে নিয়োজিত রাখতে পারি।
পরে প্রবাসী ও গুনীজন বৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর কেক কেটে মাদ্রাসার ১ম বর্ষপূর্তি উদযাপন করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি করা হয়।এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী গণ উপস্থিত ছিলেন।