বিজয়নগরে চোরাইকৃত মোবাইল উদ্ধার,সহ চোর আটক
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৭ নং সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর এলাকায় চুরিকৃত মোবাইল ফোন উদ্ধারসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
২১ জুলাই রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা,মোহাম্মদ মুসলিম মিয়া ও তার ভাইয়ের বসতঘর থেকে মোট পাঁচটি স্মার্টফোন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় মোহাম্মদ মুসলিম মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়।
মামলার তদন্তভার পান এসআই মো. কুদ্দুস আলী। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত একজন চোরকে সনাক্ত ও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলো—আব্দুল আলিম (২৬), পিতা-নানু মিয়া, মাতা-মর্জিনা, সাং–কচুয়ামুড়া, ইউনিয়ন–পাহাড়পুর, থানা–বিজয়নগর, জেলা–ব্রাহ্মণবাড়িয়া।
আসামির হেফাজত থেকে চুরি হওয়া পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করে নিয়ম অনুসারে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত আসামিকে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।